প্রকাশিত: Tue, Dec 20, 2022 4:14 PM
আপডেট: Fri, May 9, 2025 5:59 PM

কিয়েভের আকাশে ঝাঁকে ঝাঁকে রাশিয়ার ড্রোন হামলা, ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত

রাশিদুল ইসলাম: ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকালে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে। কর্তৃপক্ষের জারি করা সতর্কতার বিষয়েও জনগণকে মনোযোগী হওয়ার কথা বলেছে। ইউক্রেনের সামরিক প্রশাসন বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। কিয়েভের আকাশসীমায় নয়টি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে ড্রোন হামলা বেড়েছে। সিএনএন

অন্যদিকে মস্কো অন্তত ৪টি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। ইউক্রেনে হামলা চালানোর রণকৌশল বদলে ফেলেছে রাশিয়া। ঝাঁকে ঝাঁকে রুশ বোমারু ড্রোনে ছেয়ে গেছে ইউক্রেনের আকাশ। চল্লিশের বেশি আত্মঘাতী ড্রোন উড়ছে কিয়েভের আকাশে। গত ৩ মাস ধরেই ইরানে তৈরি ‘কামিকাজে’ (আত্মঘাতী) ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে রাশিয়ার বাহিনী। তবে সোমবার ভোররাতের মতো বড় হামলা আগে হয়নি ইউক্রেনের রাজধানীতে। অন্তত ৩৫টি ড্রোন ঘনবসতিপূর্ণ অঞ্চলে বিদ্যুৎকেন্দ্র এবং জল সরবরাহ কেন্দ্রগুলিতে হামলা চালায়। রাতে ইউক্রেনের রাজধানীকে নিশানা করে ধারাবাহিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রুশ ফৌজ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগেই সাইরেন শোনা গিয়েছিল। লোকজন প্রাণভয়ে বাড়িতে ঢুকে পড়ে। তার পরেই দেখা যায় কয়েকটি বাড়ির ওপরে আগুনের গোলার মতো কিছু একটা পড়ল। প্রচণ্ড বিস্ফোরণের পরে গাঢ় কমলা রঙের ধোঁয়া বের হতে শুরু করল। দাউদাউ করে জ্বলে উঠল আগুন। সেই সঙ্গে মানুষজনের আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আশঙ্কা, রুশ সেনার প্রত্যাঘাত আরও প্রাণঘাতী হতে পারে। তাছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে। বিদ্যুতের সরবরাহও কমে গেছে। শীতে তুষারপাতে ঢেকে যাবে গোটা ইউক্রেন। তার মধ্যে বিদ্যুৎ না থাকলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এরই সুযোগ নিতে পারে রুশ বাহিনী। 

এদিকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধে বিশ^াসঘাতক ও কিয়েভের পক্ষে গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী প্রধান বলেছেন যুদ্ধের ময়দান থেকে যে সব সেনা পালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: খালিদ আহমেদ